ক্রিস গেইল ঝড়ে প্রথম বার বিপিএল চ্যাম্পিয়ন রংপুর

ক্রিস গেইল -এর ঝড়ে প্রথম বার বিপিএল চ্যাম্পিয়ন রংপুরক্রিস গেইল, ক্রিকেট বিশ্বে বোলারদের ত্রাসের নাম। নামের সাথে সুবিচার করতে যে কোনো সময় দেখিয়ে দেন তান্ডব। মিরপুর শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের দর্শকরা সেই তান্ডবের স্বাক্ষী হলো আজ।৭৯ বলে করেন ১৪৬ রান করে অপরাজিত থাকেন গেইলপঞ্চম বিপিএল-এর ফাইনালে ঢাকা ডায়নামেন্টস বিপক্ষে মাত্র ৭৯ বলে করেন ১৪৬ রান করে […]