ঘূর্ণিঝড় ফণীর ভিডিও : তাণ্ডবে যা যা লুটিয়ে পড়লো
ঘূর্ণিঝড় ফণীর ভিডিও : তাণ্ডবে যা যা লুটিয়ে পড়লোফণীর তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা। সকালে হানা দিল ঘূর্ণিঝড়। আর কয়েক ঘণ্টায় তার গ্রাসে চলে গেল গোটা এলাকা। তোলপাড় ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক-সহ রাজ্যের একাধিক এলাকা।ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিএসএনএল-র টাওয়ার।কোথাও আবার উড়ে গেল বাড়ির ছাদে অস্থায়ী ছাউনি। ভূবনেশ্বর হোস্টেলের […]