পায়ে ঝি ঝি ধরার কারণ ও তাৎক্ষনিক প্রতিকার

পায়ে ঝি ঝি ধরার কারণ ও তাৎক্ষনিক প্রতিকারপায়ে ঝি ঝি ধরার অভিজ্ঞতা কমবেশি সবারই রয়েছে। হঠাৎ করে বসা থেকে দাঁড়িয়ে গেলে পায়ে অসাড়তা বোধ আসে। কোনো অনুভূতি পাওয়া যায় না। মনে হয় দেহের সেই অংশ অবশ হয়ে গেছে।পায়ে ঝি ঝি ধরার কারণঅনেক কারণেই পায়ে ঝি ঝি ধরতে পারে। দীর্ঘ সময় একইভাবে বিশেষ ভঙ্গিতে বসে থাকলে […]