প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে সোনাক্ষি সিনহা
প্রথমবারের মতো বলিউড তারকা বাংলাদেশি একটি পণ্যের মডেল হলেন। বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা কে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় ‘প্রাণ ফ্রুটো’র নতুন বিজ্ঞাপনের মডেল হিসেবে।সোনাক্ষির উপস্থিতিতে ৫২ সেকেন্ডের এ বিজ্ঞাপনটি প্রাণ ফ্রুটো’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার অবমুক্ত করা হয়। বিজ্ঞাপনটি পুরোপুরি জিঙ্গেল নির্ভর ও মাস্তিতে ভরপুর।বেশ কিছুদিন ধরে সোনাক্ষি সিনহা অভিনীত প্রাণ ফ্রুটো’র […]