আম্রকুঁড়ির গন্ধে তোমায় স্বাগত বৈশাখ
ইতিহাস থেকে জানা যায় একসময় এ দেশে অগ্রহায়ণ মাস থেকে নববর্ষ শুরু হতো। অগ্রহায়ণ মাসে আমন ধান তোলা হয়, কৃষকের ঘরে ফসল ওঠে। অতএব অগ্রহায়ণ আনন্দের মাস হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু কবে থেকে কীভাবে বৈশাখ বাংলার নববর্ষ হিসেবে গণ্য হয়েছে তা ইতিহাসে পরিষ্কার নয়। উৎসব পালনের জন্য বৈশাখ মাসটি তেমন আরামদায়ক বা সুখকর নয়। তবে […]