পাক চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা
সীমান্তরেখা বরাবর মনোয়ালের এই চৌকি থেকে সাধারণ মানুষদের তাক করে গোলা-গুলি করত পাক সেনা। অনেকদিন ধরেই সে খবর ভারতীয় সেনার কাছে ছিল। অবশেষে শুক্রবার ভোর রাতে পাকিস্তানের সেই চৌকি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের দেগওয়ার অঞ্চলে এর আগেও একাধিকবার সাধারণ মানুষকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে পাক সেনা। একাধিকবার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।বৃহস্পতিবার মানোয়ালের […]