মেড ইন চায়না : মক্সিবাশ্চন
মানুষ যখন প্রথম বুঝতে শেখে যে আগুন শুধু পোড়ায় না, উষ্ণতাও দেয়—তখনই চীনের প্রাচীন চিকিৎসার খাতায় লেখা হতে থাকে এক নতুন অধ্যায়। সেই অধ্যায়ের নাম মক্সিবাশ্চন। ধোঁয়ায় ভরা এক প্রাচীন কক্ষ, শুকনো ভেষজের গন্ধ, আর শরীরের নির্দিষ্ট বিন্দুতে নিয়ন্ত্রিত উষ্ণতার স্পর্শ—এসবের সম্মিলনে জন্ম নেয় এমন এক চিকিৎসাপদ্ধতি, যা হাজার বছরের পথ পেরিয়ে আজও টিকে আছে। […]