নীলগিরি নীলাচলের মেঘে মিশে
ফাতেমাতুজ জোহুরা তানিয়া : “সকাল তখন ঠিক ৫টা। শহরের রাস্তাগুলো তখনো ঘুমিয়ে। কুয়াশার চাদরে মোড়া চারপাশ, আর হালকা ঠান্ডা বাতাস যেন এক অদ্ভুত রোমাঞ্চের পূর্বাভাস দিচ্ছিল।ভোরের আলো তখনো ঠিকমতো ফুটেনি। জানালার ফাঁক গলে আসা হিমেল বাতাস যেন শহরের অলসতা ভাঙতে চাইছিল। সবার ফোনে বারবার নোটিফিকেশন আসছিল—’দেরি করিস না, রেডি হয়ে যা!’তবু তানি আর নিহা ছাড়া […]