জীবনের উৎস খুঁজতে মহাকাশে বোমা মারল জাপান
মহাকাশে সৌরজগতের একটি আদি গ্রহাণুতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জাপান। গ্রহাণুটির পৃষ্ঠের গর্ত লক্ষ্য করে শুক্রবার একটি ‘বিস্ফোরক যন্ত্র’ ছোড়া হয়। সৌরজগৎ ব্যবস্থা কীভাবে বিবর্বিত হচ্ছে এবং সেই সঙ্গে পৃথিবী গ্রহে জীবনের উৎস সম্পর্কে ধারণা পেতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও জাপানিজ স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২ মিশনটি পরিচালনা করেছে। এএফপি জানায়, এবারের মিশনের […]