নিল নদ একটি ইতিহাসের নাম

নিল নদ । খ্রিস্টের জন্মের ৩১৫০ বছর আগে আফ্রিকা মহাদেশের রহস্যঘেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিসরীয় সভ্যতা। বিশ্বের দীর্ঘতম নদ এটি। পবিত্র হাদিস শরিফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, সায়হান, জায়হান, ফুরাত ও নিল—এসব জান্নাতের নহরগুলোরই অন্তর্ভুক্ত। (মুসলিম, হাদিস : ২৮৩৯)ইমাম […]