রাধার চরিত্রে শামীম আরা নীপা

‘মীরা’ নামের নতুন নৃত্যনাট্য নিয়ে আসছে নৃত্যাঞ্চল। মীরা বাঈয়ের জীবনী নৃত্যের মাধ্যমে তুলে ধরা হবে এই নৃত্যনাট্যে। ১৩ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্যটি। নির্দেশনায় ভারতের প্রখ্যাত কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্য। মীরার ভূমিকায় দেখা যাবে একসময়ের প্রখ্যাত নৃত্যশিল্পী কাজল ইব্রাহীমকে।এই নৃত্যনাট্যের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর নাচে ফিরেছেন  শিল্পী শামীম আরা নীপা […]