রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরের
রক্ত ঝরছেই লন্ডনে , বছরের ৪৩ তম লাশটি কিশোরেরলন্ডনে ছুরিকাঘাতে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। ছুরিকাঘাতে আহত হয়েছে ১৬ বছর বয়সী অপর এক কিশোর। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে।ইদানিং লন্ডনে ছুরিকাঘাতের ঘটনা বেড়েই চলেছে। গতকাল রাতের ওই ঘটনাসহ লন্ডনে চলতি বছর ৪৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটল।জানা গেছে, গতকাল মধ্যরাতে লন্ডনে ক্যামডেনে ওই ঘটনা ঘটে।পুলিশ […]