ফ্লাইং কিস আমিরাতি তরুণের জেল
গাড়ি চালাচ্ছেন আরব আমিরাতের এক আধুনিকি তরুণ। অফিসের পানে দ্রুত ছুটছেন। যাত্রাপথে ট্রাফিক সিগন্যালে থামলো গাড়িটি। আশেপাশে এবং সামনে-পেছনে তখন অনেক গাড়িই থেমেছে। তরুণ তাকিয়ে দেখেন, তার পাশের গাড়িটির চালক একজন নারী। ওই গাড়িটিতে বসে আছে ফুটফুটে সুন্দর একটি শিশুও।অবাক চোখে তাকিয়ে আছে শিশুটি তরুণের দিকে। স্নিগ্ধ সুন্দর সকালে অফিস যাত্রাপথে এমন সুন্দর শিশুর কৌতুহলী […]