‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী । নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এতটা পথ পাড়ি দিয়েও এতটুকু ক্লান্ত নন এ শিল্পী। প্রতিদিনই নতুন উদ্যমে গান নিয়ে কাজ করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে তিনি শো করছেন। দেশের বাইরেও বাংলা ফোক গানকে ছড়িয়ে দিচ্ছেন নিজের […]