বেইজিংয়ে উড়াল দিল রেকর্ড সংখ্যক কালো সারসের ছানা
বেইজিংয়ের আকাশে বিরল প্রজাতির কালো সারসের ডানা মেলার দৃশ্য এবার একটু বেশিই মন কাড়ছে। চলতি বছর শহরজুড়ে ১৭টি নবজাতক কালো সারস তাদের নিরাপদ বাসা ছেড়ে স্বাধীন আকাশে উড়তে শুরু করেছে। ২০০৭ সালে রেকর্ড শুরুর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ সংখ্যা। খবর সিএমজি বাংলার গত শুক্রবার, শেষ ছানাটির বাসা ত্যাগের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো এ […]