চীনে স্বাস্থ্য অভিভাবকের ভূমিকায় নামছে বুদ্ধিমান রোবট
চীনে দিন দিন বহুমুখী হচ্ছে রোবটের ব্যবহার। শিল্প-কারখানার গণ্ডি পেরিয়ে বুদ্ধিমান রোবট এখন মানুষের ‘স্বাস্থ্য অভিভাবক’ হিসেবে নতুন ভূমিকা নিচ্ছে। বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত উদ্ভাবনগুলো তুলে এনেছে এ সম্ভাবনা। খবর সিএমজি বাংলারপ্রদর্শনী হলে দেখা গেছে, চোখ বন্ধ করেও দর্শনার্থীরা ছয়-পাওয়ালা রোবট-কুকুরের সঙ্গে নিশ্চিন্তে হাঁটছেন। শাংহাই চিচি রোবটিকসের সিইও ফাং লিং জানান, এক মিটার […]