হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করলো চীন
চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ সিটি এবং শাংহাই হোংছিয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় অনেক কমে যাবে।শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ রুটে হেলিকপ্টার শাটল সার্ভিস চালু করা হয়। এ দিন উচিয়াং জেলার সুচৌ বে লো-অ্যাল্টিটুড ফ্লাইট টার্মিনালে প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।অপারেটররা জানিয়েছে, হেলিকপ্টারে পাঁচজন যাত্রী বহন […]