মসৃণ গতিতে কাজ করছে চীনের বেইদৌ স্যাটেলাইট
চীনের বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা বিডিএস এখন বিশ্বব্যাপী কভারেজ প্রদান করছে। এটি সুচারুভাবে কাজ করছে এবং বিভিন্ন শিল্পখাতে এর প্রয়োগও দ্রুত বাড়ছে।চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম হিসেবে বিডিএস এরইমধ্যে জাতিসংঘ স্বীকৃত চারটি বৈশ্বিক নেভিগেশন ব্যবস্থার একটি হতে পেরেছে।সিস্টেমটি তিনটি প্রধান পর্যায়ে অগ্রসর হয়েছে। ২০০০ সালে বিডিএস-১ সম্পন্ন হয়েছিল। তখন তা চীনের […]