কাক যে কাজ করছে দেখলে চমকে যাবেন (ভিডিওসহ)

মানুষকে শতবার বুঝিয়েও লাভ হচ্ছিল না প্রশাসনের। তাই করভিড ক্লিনিং নামের সুইডিশ কোম্পানিটি ঠিক করলো তারা পাখিকেই বোঝাবে। পাখির মধ্যে সবচেয়ে বুঝদার হলো কাক। সুতরাং কাককেই তারা বেছে নিলো প্রশিক্ষণার্থী হিসেবে। কাজটা হলো রাস্তায় পড়ে থাকা সিগারেটের টুকরো একটি নির্দিষ্ট ডাস্টবিনে জড়ো করা!কাকের প্রশিক্ষণে ভালোই দক্ষতা আছে করভিড ক্লিনিংয়ের। তাই খুব বেশি বেগ পেতে হয়নি। […]