এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারা
এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী : কাজী জারামডেল ও অভিনেত্রী কাজী জারা সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। নাম ‘চারমূর্তি’। তিনি বলেন, অনুপম বিশ্বাসের রচনায় এটি পরিচালনা করছেন ইফতেখার ইফতি। প্রযোজক সুব্রত পাল। আমার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন প্রাণ রায়, লারা লোটাস, তানিয়া বৃষ্টি, রাশেদ মামুন অপু, সিদ্দিক ভাইসহ অনেকে।এ কাজটি নিয়ে […]