পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: শীতলীকরণ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। এটি কম কার্বন নিঃসরণ, উচ্চ শীতলীকরণ ক্ষমতা এবং দ্রুত তাপ আদান-প্রদানের সুযোগ তৈরি করতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক জার্নাল নেচারে প্রকাশ হয়েছে এ গবেষণার বৃত্তান্ত।চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেটাল রিসার্চের অধ্যাপক লি বিংয়ের নেতৃত্বে গবেষক দলটি একটি নতুন ‘ডিজল্যুশন ব্যারোক্যালোরিক […]