এইচআইভি প্রতিরোধে অ্যাপ চালু করলো চীন
ডিসেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: এইচআইভি প্রতিরোধকে আরও জোরদার করতে চীনের রাজধানী বেইজিংয়ে উন্মোচন করা হলো একটি বিশেষ অ্যাপ।রোববার ‘২০২৫ ইয়ুথ অ্যান্টি-এইডস পাবলিক ওয়েলফেয়ার অ্যাকশন লঞ্চ অ্যান্ড এইচআইভি প্রিভেনশন স্টোরি শেয়ারিং সেশন’ শীর্ষক এক অনুষ্ঠানে উদ্বোধন করা এই অ্যাপটি। এর নাম দেওয়া হয়েছে ‘এইচআইভি পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস ম্যাপ’। এই অ্যাপ ব্যাবহারকারীদের এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সংক্রান্ত […]