লন্ডন ফ্যাশন উইকেন্ড অনেকটা লন্ডন ফ্যাশন উইকের মতোই। যা বিশ্বের ‘বড় চারটি’ ফ্যাশন বাণিজ্যের একটি। ফ্যাশন নিয়ে এক দারুণ উন্মাদনা উৎসব এটি। লন্ডন ফ্যাশন উইকেন্ড কখন: সেপ্টেম্বর লন্ডন ফ্যাশন উইকেন্ড অনেকটা লন্ডন ফ্যাশন উইকের মতোই। যা বিশ্বের ‘বড় চারটি’ ফ্যাশন বাণিজ্যের একটি। ফ্যাশন নিয়ে এক দারুণ উন্মাদনা উৎসব এটি। ফ্যাশনের কল্পজগতে সবাইকে নিয়ে আসে এটি। ফ্যাশনের অনন্য সাধারণ আবহে সেজে ওঠে সমারসেট হাউস। যা কিনা উদ্বেলিত হতে থাকে ডিজাইনারদের ক্যাটওয়াক শো, হঠাৎ গজিয়ে ওঠা দোকান, চুল ও সৌন্দর্য থেকে শুরু করে শিক্ষামূলক উপকরণ এ সকল কিছুর উপস্থিতিতে। টল শিপ ফেস্টিভাল সেপ্টেম্বর ৫-৯ ২৫ বছর ধরে চলমান লন্ডনের টল শিপ ইভেন্ট তথা উঁচু জাহাজ উৎসবে এবার ৫০টি দৃষ্টিনন্দন জাহাজ জড়ো হবে গ্রিনিচে। চার দিন ব্যাপী চলবে এ উদযাপন। ফলমাউথ থেকে আইসেল অব উইট পর্যন্ত ছুটে চলার পর জাহাজগুলো গন্তব্য ধরবে রাজধানীর দিকে, তারপর ভিড়বে থেমস নদীর পাড়ে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় জলযাত্রা উৎসব এটি। ভাগ্য ভাল থাকলে প্রথমেই চাক্ষুষ করতে পারবেন ঐতিহ্যবাহী পালতোলা জাহাজ চালানোর দৃশ্য। আবু ধাবির আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহন প্রদর্শনী সেপ্টেম্বর ১০-১৩ আবু ধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার, আবু ধাবি এটাকে বলা হয় আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শিকার ও অশ্বারোহন প্রদর্শনী; যেখানটায় দর্শকরা উপভোগ করবে উটের নিলাম, সালুকি (এক ধরনের শিকারি কুকুর) ও ঈগলের সৌন্দর্য প্রতিযোগিতা। এ ছাড়া রয়েছে শিল্পকলা ও কফি বানানোর প্রতিযোগিতা এবং বেশ কয়েক ধরনের প্রথাগত শিকার পদ্ধতি ও অশ্বারোহন নিয়ে নানা কাজকর্ম। ২০১৪ সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স সেপ্টেম্বর ১৯-২১ গ্র্যান্ড প্রিক্সের ক্যালেন্ডারে ইতিমধ্যেই সেরাদের তালিকায় নিজের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে সিঙ্গাপুরের ফর্মুলা ওয়ান প্যাডলক ক্লাব। আর এ বছর এ উৎসবকে ঘিরে থাকবে আরও অনেক আয়োজন। রেসের শেষ দিন প্যাডাং মঞ্চে পারফর্ম করবেন জেনিফার লোপেজ। লোপেজ ছাড়াও আছেন আরও তিন পারফরমার- জন লিজেন্ড, পেট শপ বয়েজ এবং জিগি মারলে। মেরিনা বে’র সার্কিট স্ট্রিটের জোন-১ এর ভিলেজ স্টেজ মাতাতে তারা সবাই প্রস্তুত। ২০১৪ এশিয়ান গেমস সেপ্টেম্বর ১৯-অক্টোবর ৪ দক্ষিণ কোরিয়া কোরিয়ার ইনচিয়নে ১৬ দিন ধরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম এশিয়ান গেমস। এতে মোট ২০ হাজার মানুষ অংশ নেবে। যাদের মধ্যে ক্রীড়াবিদ আছেন ১৩ হাজার এবং এনওসি (ন্যাশনাল অলিম্পিক কমিটি)-এর ৪৫ টিম কর্মকর্তা। এবারের স্লোগান ‘ডাইভার্সিটি শাইনস হিয়ার’ যার মানে ‘এখানেই আভা ছড়াচ্ছে বৈচিত্র্য’। ৩৬টি খেলায় প্রতিযোগিতায় অংশ নেবে ক্রীড়াবিদরা। এর মধ্যে অলিম্পিক গেমসের ক্রীড়া রয়েছে ২৮টি যেগুলো আবার ২০১৬ সালে রিও ডি জেনেইরোর জন্য নির্ধারিত। বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব অক্টোবর ৮-১৯ ৫৮তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শন করা হবে বিশ্বের সেরা নতুন চলচ্চিত্রগুলো। ১২ দিনের এই উৎসবে প্রদর্শিত হবে ফিকশন, প্রামাণ্যচিত্র, ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ইউরোপিয়ান প্রিমিয়ার। লাইভ অ্যাকশন ও এনিমেটেড শর্ট ফিল্মও দেখানো হবে এখানে। আরও তথ্য পেতে ভিজিট করুন, . www.bfi.org.uk/lff হ্যালোইন ৩১ অক্টোবর অন্ধকারাচ্ছন্ন কারাকক্ষ, পোড়ো টাওয়ার, রক্তপিপাসু ইতিহাস; লন্ডনের হ্যালোইনের চেয়ে বেশি রোমহর্ষক, এমন কোনও জায়গা কিংবা সময় কি আদৌ আছে? লন্ডনের আনাচেকানাচে খুঁজে পাওয়া যাবে ভীতিকর হ্যালোইন ইভেন্ট, উদ্ভট সব ভেন্যু ও রেস্তরাঁ, হ্যালোইন পার্টি, ভয়ানক অথচ আকর্ষণীয় এবং গা হিম করা বিচিত্র সব পোশাক পরার সুযোগ।
Post Views: 1,674