Cover Story Entertainment `বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি’ : অপি করিম By abc on Apr 11, 2019Apr 11, 2019 অপি করিমবাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি : অপি করিমঅপি করিম । অভিনেত্রী। আজ ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’-এর ব্যানারে প্রকাশ পাবে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ ‘ঢাকা-মেট্রো’। এতে জয়গুন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে –প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন ছিল?অমিতাভ রেজার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। তখন থেকেই জানি তিনি খুব গুছিয়ে কাজ করেন। ‘ঢাকা মেট্রো’ ওয়েব সিরিজের গল্পটি নিয়ে যখন তার সঙ্গে কথা হয়, তখনই জয়গুন বিবি চরিত্রটি আমার খুব পছন্দ হয়। এ সিরিজের অন্যতম প্রধান চরিত্র ‘জয়গুন বিবি’। এ চরিত্রটির গভীরতা অনেক বেশি। পরিচালক ও ইউনিটের সহোযোগিতায় খুব আরামে এতে কাজ করেছি।‘জয়গুন বিবি’ চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে আলাদা প্রস্তুতি নিয়েছিলেন? মেধাবী নির্মাতারা চরিত্র আত্মস্থ করতে সাহায্য করেন। আর অমিতাভ রেজা খুব ভালো করেই জানেন, একজন অভিনয়শিল্পী থেকে কীভাবে সেরা কাজ আদায় করতে হয়। তিনি অভিনয়শিল্পীদের বিশ্বাস করেন এবং পূর্ণ স্বাধীনতা দেন।আরো পড়ুন : পহেলা বৈশাখে সাজের অভ্যাসটা এখনও রয়েছে : পূর্ণিমাব্যক্তি অপির সঙ্গে জয়গুন বিবির চরিত্রগত কোনো মিল আছে? এই সিরিজে একজন পলাতক খুনি মায়ের চরিত্রে অভিনয় করেছি। যে কি-না গন্তব্যহীনভাবে ছুটছে নিজেকে মুক্ত করতে। যদিও ব্যক্তি অপির সঙ্গে জয়গুন বিবির চরিত্রগত কোনো মিল নেই। কিন্তু আমার বিশ্বাস, বাংলাদেশের প্রতিটি নারী একেকজন জয়গুন বিবি। কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থাতেও অনেক আরোপিত নিয়ম-কানুন নারীরা নীরবে সহ্য করে যায়। কিন্তু প্রতিটি নারী চায় সীমাবদ্ধতা থেকে মুক্ত হতে।সিরিজটির নাম ‘ঢাকা মেট্রো’ হলেও এর দৃশ্য ধারণ তো ঢাকার বাইরে হয়েছে…‘ঢাকা মেট্রো’ আসলে একটি গাড়ির নম্বর। এটি একটি জার্নির গল্প। হ্যাঁ, ২০১৭ সালের ডিসেম্বরে দিনাজপুরের আশপাশে এর দৃশ্যধারণ শুরু হয়। সেই সময় সেখানে প্রচুর শৈত্যপ্রবাহ ছিল। এ আবহাওয়ার মধ্যেও আমাদের প্রতিদিন ভোর ৪টায় শুটিং করতে হতো। এরপর ২০১৮ সালের মে মাসে বাকি অংশের কাজ হয়। মজার ব্যাপার হলো, গ্রীষ্ফ্মের গরমে আমি শীতের পোশাক পরে অভিনয় করেছি।আপনাকে বিশেষ দিবসের নাটক ছাড়া টিভিতে দেখাই যায় না…পরিবার, ইউনিভার্সিটি, নিজের আর্কিটেকচার ফার্মে সময় দেওয়ার পর যে সময়টুকু পাই, তার বেশিরভাগ কাটে মঞ্চ নাটকের জন্য। ফলে টিভিতে বিশেষ দিবসের কাজ ছাড়া আমার দেখা পাওয়া যায় না। https://www.youtube.com/watch?v=r0t64gzuqtg Post Views: 1,627 Related posts: পদ্মাবতী এবার নতুন বিতর্কে সালমান ও জিতের সঙ্গে শাকিবের টেক্কা! শাকিব খানের নতুন নায়িকা রোদেলা ‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ ২০০৮সালে আমার সঙ্গে যেটা ঘটেছিল… : তনুশ্রী দত্ত বলিউডে যৌন হেনস্থা : আমার স্কার্টটা টেনে নামিয়ে… অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ আরও ২ মহিলার প্রযোজনাতেও সফল জয়া , ‘দেবী’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে কি? প্রভার বিয়ে! বসের ঘরে অশ্লীল ব্যবহার, সুরভির বিরুদ্ধে রোমেলের অভিযোগ! বিয়েতে রাজকন্যার বেশে প্রিয়াঙ্কা নায়িকা প্রয়োজন হয় নায়কের প্রেমিকা হিসেবে দেখানোর জন্য মেয়েদের প্রসাধনীর বিজ্ঞাপন করেন কেন সিদ্ধার্থ? অভিনয় কমিয়ে দিচ্ছেন দীপিকা ! মিমি আপুর জায়গায় আমি: হিমি বিচ্ছেদের দেড় সপ্তাহ পরেই প্রেমে পড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ের গুজব মিথ্যে! প্রকাশ্যে বললেন মালাইকা গোপনে দেখা করলেন বলিউডের তিন খান , কিন্তু কেন? বিবেকের কাছে কী জবাব দেব : ববি অক্টোবর থেকে মার্কিন সিরিজে বনিতা Tom Cruise is going to ISS অপি করিমজয়গুন বিবি