ব্যালন ডি’অর জয়ীর নাম ফাঁস!
গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ২০১৮ সালের ব্যালন ডি’অর মেসি বা রোনালদোর হাতে উঠছে না, উঠছে একেবারে নতুন একজনের হাতে।ব্যালন ডি’অরের ৬৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানীতে আগামী ৩ ডিসেম্বর। ওই অনুষ্ঠানেই ঘোষণা করা হবে চলতি বছরের সেরা ফুটবলারের নাম। তবে তার আগেই একটি নাম ঘোষণা করে দিয়েছে স্প্যানিশ রেডিও ‘ওন্দা সিরো’। ‘ওন্দা সিরো’ জানিয়েছে, এবারের […]