অন্য রূপে দীপিকা ও রণবীর
দীপবীর সব সময় চমক দিয়েছেন। মেহেদি, সংগীত, দুই রীতিতে বিয়ে, রিসেপশন—বিয়ের সব অনুষ্ঠানেই দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের পোশাক সবার নজর কেড়েছে। হামেশাই এই জুটিকে ভারতীয় সাবেকি পোশাকে দেখা গেছে। তবে গতকাল শনিবার রাতে ধরা দেন এক অন্য দীপবীর। বিয়ের তৃতীয় রিসেপশনে পাশ্চাত্য পোশাকে আসেন বলিউডের এই নবদম্পতি। দীপিকার মাথায় সিঁদুর এবং হাতে চূড়া ছিল […]