নবীজি বলেছেন, হালাল রুজি অন্বেষণ করাও ফরজ ইবাদত
আমিন মুনশি : হালাল বস্তু উপার্জন করা মুসলমানদের জন্য একান্ত অপরিহার্য। খাদ্য গ্রহণের সঙ্গে ইবাদত কবুল হওয়ার বিষয়ে সরাসরি সম্পর্ক রয়েছে। যেমনটি নামাজ আদায়ের পূর্বে জায়গা, শরীর ও গায়ের পোশাক-পরিচ্ছেদ পবিত্র করে নিতে হয়। তা না হলে নামাজ সহিহ-শুদ্ধ হয় না। ঠিক একইভাবে হালাল-খাদ্য গ্রহণ না করলে ইবাদত কবুল হয় না। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ […]