‘ইলেকট্রনিক তেলাপোকা’ তৈরি করেছেন চীনা গবেষকরা
চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন পোকা আকৃতির এক অভিনব রোবট—‘ইলেকট্রনিক তেলাপোকা’। নেচার কমিউনিকেশনস–এ প্রকাশিত গবেষণা প্রবন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছে এ উদ্ভাবনের।২ সেন্টিমিটার লম্বা ও ১ গ্রাম ওজনের এই ক্ষুদে রোবট সহজেই সঙ্কীর্ণ স্থানে চলাচল করতে পারে। আসল তেলাপোকার মতো এর সহনশীলতাও দারুণ। ওজনে ১ গ্রাম হলেও সহ্য করতে পারে ৬০ কেজি পর্যন্ত চাপ! গবেষণায় বলা […]