পয়সা থাকলেও খাবেন না থাকলেও খাবেন এ হোটেলে
সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় নেমে সাংবাদিক আকরামুল ইসলামের খোঁজ করলাম। ‘গরীবে নেওয়াজ’ তিনি ভালো চেনেন। তাঁর বাইকে চেপেই সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়ক ধরে প্রায় ১০ মিনিট গেলাম। সড়কের এক ধারে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগ, আরেক ধারে একাডেমিক ভবন। আরেকটু পরেই দেখলাম লাল রঙের একটি সাইনবোর্ড। লেখা—গরীবে নেওয়াজ। তারপর আরো লেখা—তেল মাথায় দেন, গামছা নেন, গোসল করেন, […]