ফ্যাশনে বাবা-মা’কে টপকালেন সুহানা
বলিউডের শীর্ষ নায়ক শাহরুখ খান। ২ নভেম্বর নিজের জন্মদিন পার করেছেন এই কিং খান। সেই ব্যস্ততা কাটতে না কাটতেই চলে এলো দিওয়ালি উৎসব। ৪ নভেম্বর ভারতের বান্দ্রায় বলিউড বাদশাহ’র বাংলো মান্নতে আয়োজন করা হয় দিওয়ালি অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে ঘনিষ্ট বলিউড সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানান শাহরুখ।রাতের সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দৃষ্টি কেড়েছিল সুহানা । তারকা মেয়ের পরনের নেভি ব্লু […]