গোয়েন্দা গল্প : আশ্চর্য ডিস্ক
ঘাড় ফিরিয়ে তাকাতে দেখি, নীল যুদ্ধপোশাক পরা কাঠামোটি মঞ্চ থেকে নেমে পড়েছে। এখন হেঁটে আসছে আমাদের দিকে! আবার ঘুরে দৌড় দিতে যাব, দেখলাম আমাদের পথ আগলে দাঁড়িয়েছে লাল যুদ্ধপোশাক পরা মূর্তি। তারপর কালো আর হলুদ মূর্তিও মঞ্চ থেকে নেমে এসে ঘিরে ফেলল আমাদের। শুধু কি তা-ই, চারপাশ থেকে এগিয়ে আসছে ইঁদুরবাহিনী। একটা ইঁদুর আমার জুতোর […]