চীনে নতুন উচ্চতায় সোনার দাম
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য ঊর্ধ্বমুখী থাকায় চীনে সোনার দাম নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।বুধবার দেশটির একাধিক প্রধান স্বর্ণ ব্র্যান্ড জানায়, সেখানে সোনার অলংকারের দাম গ্রামপ্রতি এক হাজার ইউয়ান ছাড়িয়ে গেছে।স্থানীয় সময় অনুযায়ী, নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জুনে সরবরাহযোগ্য সোনার ফিউচারস দাম বেড়ে প্রতি আউন্সে ৩,৩৩২.০৮ ডলারে পৌঁছায়। একই সময়ে লন্ডন স্পট গোল্ডের দাম তাৎক্ষণিক লেনদেনে প্রতি আউন্সে […]