চীনা মৃগীরোগীর মস্তিষ্কে বিসিআই প্রযুক্তিতে সফল অস্ত্রোপচার
চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে ১২ বছর বয়সী এক কিশোরীর এমন এক মৃগীরোগ হয়েছিল, যা প্রচলিত কোনো ওষুধে সারছিল না। চীনা গবেষকরা ওই মেয়ের মস্তিষ্কের সংকেত রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে প্রতিস্থাপন করেন ইমপ্লান্টেবল ব্রেন-কম্পিউটার ইন্টারফেস ডিভাইস (বিসিআই)। এটি ব্যবহার করেই তারা সুনির্দিষ্ট নিউরাল মড্যুলেশন সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন।সোমবার সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটির চুচিয়াং হাসপাতালের ডাক্তাররা সম্পন্ন করেন […]