ইতালিতে ‘রূপালী গিটার’
‘শিল্পীর মৃত্যু নেই, আইয়ুব বাচ্চু বেঁচে আছে, থাকবে সবার হৃদয়ে’ শিরোনামে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে মিউজিক্যাল অনুষ্ঠান ‘রূপালী গিটার’। কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে এই অনুষ্ঠানে রোমের স্থানীয় একটি হলে চার কণ্ঠশিল্পী শহিদ, সান্টু, মানসিব ও নাজিম যেন, তাদের সেই কণ্ঠে রকলিজেন্ড আইয়ুব বাচ্চুকে খোঁজে ফেরেন। তবে আয়োজনটির পেছনে উদ্যোগ্তা ছিলেন ড্রামার দিপু।অনুষ্ঠানের কারিগর মনিরুজ্জামান মনিরের […]