‘অন্য শুটিং সেটেও যোদ্ধার মতো অভিনয় করেছি’ : নুসরাত জাহান খান
‘রূপকথার গল্প নিয়ে নির্মিত নাটকে প্রথমবার অভিনয় করেছি। অভিজ্ঞতা রোমাঞ্চকর। কারণ বিশাল সেট নেই। লোকেশন নেই। রাজপ্রাসাদ নেই। ভিএফএক্স করে নাটকটি বানানো হয়েছে।‘ কথাগুলো বলেছেন তরুণ প্রজন্মের অভিনেত্রী নুসরাত জাহান খান নিপা।এস এম সালাহ্ উদ্দিনের পরিচালনায় রূপকথার গল্প নিয়ে নির্মিত ‘মায়া মসনদ’ ধারাবাহিক নাটকে যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্র নিয়ে খুব সন্তুষ্ট এই […]