Cover Story Entertainment চলচ্চিত্র উৎসবের শুভেচ্ছাদূত অপু বিশ্বাস By abc on Dec 02, 2018Dec 02, 2018 অপু বিশ্বাস৭ ডিসেম্বর হায়দরাবাদে বসছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব—আয়না ২০১৮’-এর আসর। হায়দরাবাদ বাংলা সমিতি আয়োজিত এই উত্সবে বাংলাদেশ ও ভারতের দশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে—চারটি বাংলাদেশের, পাঁচটি কলকাতার ও একটি তামিলনাড়ুর চলচ্চিত্র। এই উত্সবে বাংলাদেশ থেকে শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করা হয়েছে ঢাকাই ছবির আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে। পাশাপাশি উত্সবে দুই বাংলা মৈত্রী পুরস্কারও পাচ্ছেন তিনি। কলকাতা থেকে এই পুরস্কার পাচ্ছেন দেব।এটি নিশ্চিত করেছেন উত্সবের তত্ত্বাবধায়ক সুমনা কাঞ্জিলাল। গতকাল শুক্রবার বিকেলে ভারত থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘আমরা এই পুরস্কার দেওয়ার জন্য বাংলাদেশে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কিন্তু অপু বিশ্বাসকেই উপযুক্ত মনে হয়েছে। শুধু সিনেমার মানুষ বলে এই পুরস্কার দেওয়া হচ্ছে না অপুকে। এর বাইরেও একজন ব্যক্তিত্ববান ভালো মানুষ হিসেবে আমরা তাঁকে শুভেচ্ছাদূত মনোনীত করেছি এবং মৈত্রী পুরস্কার দিচ্ছি।’অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন, ‘সম্মাননাকে সম্মানের চোখেই দেখতে হবে। তবে এই উত্সবে আমার সিনেমা থাকলে আরও বেশি ভালো লাগত। যা–ই হোক, এটি তো সিনেমা–সংক্রান্ত পুরস্কার। এতেই আমি খুশি।’৭ ডিসেম্বর হায়দরাবাদের প্রসাদ ল্যাব বানজারা হিলসে উত্সবটির উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী ও রাজনীতিবীদ জয়া প্রদা, টালিউডের অভিনেতা দেব, ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস এবং ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত।এদিকে ৬ ডিসেম্বর রাতে ভারতের উদ্দেশে রওনা হয়ে ৭ ডিসেম্বর উত্সবে অংশ নেবেন অপু বিশ্বাস। উত্সবে বাংলাদেশের চারটি ছবি হলো অজ্ঞাতনামা, খাঁচা, কালের পুতুল ও ড্রেসিং টেবিল।গোপন প্রশ্নের OPEN জবাব Post Views: 2,310 Related posts: চঞ্চল আছে আমাদের, নওয়াজউদ্দিনকে দরকার নেই : শুভ মত্ত অলোক আমাকে ধরে টানতে শুরু করেছিলেন…মুখ খুললেন সন্ধ্যা মৃদুল প্রেম নয়, ভাইবোনের সম্পর্ক ছিল: শাবনূর আইয়ুব বাচ্চু আর নেই বলিউডে যৌন হেনস্থা বিতর্কে মুখ খুললেন ক্যাটরিনা, বললেন… লেক কোমো, এখানেই নাকি বিয়ে হচ্ছে দীপিকা-রণবীরের গাগার অন্য ক্যারিয়ার ছোট্ট একটা ভুল! তার জন্য ফের ভাইরাল প্রিয়া প্রকাশ আনুশকাকে নিয়ে কানাঘুষা বলিউড অঙ্গনে সব বাধা অতিক্রম করে নতুন লুকে অপু বিশ্বাস আপাতত চুপ : সাবিলা নূর ‘আমি বহুবার সরাসরি তাদের আবেগ দেখেছি’ : রিজিয়া পারভীন বিয়ের আগেই ‘ অন্তঃসত্ত্বা ’ মালাইকা! সাফা কবিরের বেলায় ঘটেছে এমনটিই! ‘হুমকির মুখে’ আইয়ুব বাচ্চুর পরিবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী নোবেলকে বিচারকের নম্বর ‘কম’, ক্ষুব্ধ ভক্তরা আমায় লোভীও বলতে পারেন: বুবলী শখ কি তাহলে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন? এবার ডিজিটাল দুনিয়া মাতাতে আসছেন জ্যাকুলিন ফার্নান্দেজ