এখনো জ্বলছে এফ আর টাওয়ার !

এখনো জ্বলছে বনানীর এফ আর টাওয়ার । ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। দুটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে। বাঁচার চেষ্টায় উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আহত কয়েকজন। ভাঙা কাচের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্যের আকুতি অনেকের। এখন পর‌্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এফ আর টাওয়ার- ১৪ তলার একটি প্রপার্টিজ অফিসের কর্মকর্তা বেলায়েত হোসেন টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আগুনের খবর পেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সিঁড়িতেও দেখি ধোঁয়া। পরে ১৪ তলা থেকে ছাদে গিয়ে পাশের আওয়াল সেন্টারে চলে যাই। সেখান থেকে নেমে আসি। আমি এয়ার ফোর্সের কমিশন্ড অফিসার বলে আমার পক্ষে এটা সম্ভব হয়েছে। তবে আমার সঙ্গে ছাদে থাকা আরও তিনজনকে দেখেছি, তারা পাশের ভবন পার হতে পারেননি।’

এই গরমে প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বাড়াবে এই ৬ তেল!