ধানমন্ডির লেকে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডির লেকে পানিতে ডুবে মোশারৎ খন্দকার ইমি (১৭) নামে ‘এ লেভেল’ এর এক  শিক্ষার্থী মারা গেছে। শনিবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। ইমির বাবা লিয়াকত হোসেন লিটু কাতার প্রবাসী। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকতো ইমি।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ইমিকে দুই যুবক দেখতে পায়। তারা ইমিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিয়ে যান। পরে স্বজনরা সংবাদ পেয়ে ঐ হাসপাতাল থেকে  রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আব্দুল আলী জানান, ‘আমরা দুই বন্ধু লেকের পাশে বসে গল্প করছিলাম, এসে হঠাৎ পানিতে শব্দ পাই।পরে দেখতে পাই একজন পানিতে লাফ দিয়েছে, এর আগে সে লেকের পাড়ে বসে সিগারেট খাচ্ছিল। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাই। স্বজনদের খবর দেই। পরে তাদের সহ ঢামেক হাসপাতাল নিয়ে আসি।’

ইমির খালতো বোন সাথী জানায়, ইমি ‘ইউরোপ স্টান্ডার্ড’ নামে একটি ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানে ‘এ’ লেভেল” পড়াশুনা করতো। তিন বোনের মধ্যে ইমি ছিল দ্বিতীয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।