কানাডায় উচ্চশিক্ষা নিতে চাইলে

কানাডায় উচ্চশিক্ষা নিতে চাইলে জানতে হবো প্রয়োজনীয় তথ্য

কানাডায় যত নামকরা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে ম্যানিটুবার ব্রাডনে অবস্থিত ‘ব্রাডন ইউনিভার্সিটি’ অন্যতম। ব্রাডন ইউনিভার্সিটিতে উপযুক্ত শিক্ষা গ্রহণের জন্য দুই ধরনের পদ্ধতি চালু আছে_ নিয়মিত এবং অনিয়মিত অর্থাৎ শিক্ষার্থীরা ইচ্ছা করলে নিয়মিত ক্লাস করতে পারবে। আবার মাঝে মধ্যে ক্লাস করার সুযোগ আছে। দূরশিক্ষণের মাধ্যমেও উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ আছে।
ফ্যাকাল্টি অব আর্টস : অ্যাবোরিজিনাল অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস, অ্যান্থ্রপলজি, বিজনেস অ্যাডমিনিস্টেশন, ড্রামা, ইকোনমিকস, ইংলিশ, জেন্ডার অ্যান্ড ওম্যান’স স্টাডিজ, হিস্টরি, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ, নেটিভ স্টাডিজ, ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স, রিলিজন,সোসিওলজি।
ফ্যাকাল্টি অব এডুকেশন : অ্যাডমিনিস্টেশন অ্যান্ড এডুকেশননাল সার্ভিসেস, কারিকুলাম অ্যান্ড ইন্সট্রাকশন_ হিউম্যানেটিস, কারিকুলাম অ্যান্ড ইন্সট্রাকশন_ ম্যাথ/সায়েন্স, ডিপার্টমেন্ট অব এডুকেশনাল ফিলসফি অ্যান্ড ফাউন্ডেশনস, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এডুকেশন, গ্র্যাজুয়েট স্টাডিজ।
ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট স্টাডিজেস :গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন, মাস্টার ইন এডুকেশন, মিউজিক গ্র্যাজুয়েট প্রোগ্রাম, মাস্টার অব সাইকাট্রিক নার্সিং, মাস্টার ইন রুরাল ডেভেলপমেন্ট, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুবাল ডেভেলপমেন্ট।
ফ্যাকাল্টি অব সায়েন্স : অ্যাপ্লাইড ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি স্টাডিজ, বায়োলজি, কেমিস্ট্রি, ইনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথমেটিকস অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ফিজিকস অ্যান্ড অ্যাস্টনমি, সাইকোলজি।
স্কুল অব হেলথ স্টাডিজ :নার্সিং, সাইকাট্রিক নার্সিং, মেন্টাল হেলথ, ইনডিজেনাস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, ফার্স্ট ন্যাশনস অ্যান্ড অ্যাবোরিজিনাল কাউন্সেলিং।
ডিগ্রি প্রোগ্রামগুলো :আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে_ ব্যাচেলর অব আর্টস, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্টেশন, ব্যাচেলর অব এডুকেশন, ব্যাচেলর অব ফাইন আর্টস, ব্যাচেলর অব ফার্স্ট ন্যাশনস অ্যান্ড অ্যাবোরিজিনাল কাউন্সেলিং, ব্যাচেলর অব মিউজিক, ব্যাচেলর অব নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স, ব্যাচেলর অব সায়েন্স ইন সাইকাট্রিক নার্সিং।
গ্র্যাজুয়েট :মাস্টার অব এডুকেশন, মাস্টার অব মিউজিক, মাস্টার অব রুবাল ডেভেলপমেন্ট, মাস্টার ইন সাইকাট্রিক নার্সিং।
ডিপ্লোমা : গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন রুবাল ডেভেলপমেন্ট, পোস্ট ডিপ্লোমা ইন মেন্টাল হেলথ।

কানাডায় উচ্চশিক্ষা