কী করে চিনবেন নকল হ্যান্ড স্যানিটাইজার How to Detect fake hand sanitizer

FacebookTwitterEmailShare

করোনা থেকে বাঁচতে ব্যবহার করতে হবে এমন সব হ্যান্ড স্যানিটাইজার Hand sanitizer যেগুলিতে অ্যালকোহলের মাত্রা বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে, যে সব হ্যান্ড স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে শুধুমাত্র সেগুলিই এই পরিস্থিতিতে আমাদের হাত জীবানু মুক্ত করতে সক্ষম। নকল হ্যান্ড স্যানিটাইজারে ছেয়ে গিয়েছে বাজার। সবকটির গায়েই ৬০-৭০ শতাংশের বেশি অ্যালকোহলের উপস্থিতির দাবি করা হয়েছে। তাহলে কী ভাবে চিনবেন কোন হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে কার্যকর, নিরাপদ বা ‘খাঁটি’!

১) একটি পাত্রে সামান্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করুন। কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেলে ওই স্যানিটাইজার খাঁটি। নকল বা অ্যালকোহলের মাত্রা কম হলে সেটি শুকোতে সময় লাগবে বেশি।

২) টিস্যু পেপারে কলমের দাগ দিয়ে ওই দাগের উপর কয়েক ফোঁটা স্যানিটাইজার ঢালুন। পেনের কালি দ্রুত টিস্যু পেপারে ছড়িয়ে গেলে বুঝতে হবে ওই স্যানিটাইজারটি নকল বা এতে অ্যালকোহলের মাত্রা অনেক কম। টিস্যু পেপারে কালি ছড়িয়ে না পড়ে সেটি মুহূর্তেই শুকিয়ে গেলে বুঝতে হবে, সেটি অত্যন্ত কার্যকর!

৩) একটি ছোট পাত্রে সামান্য ময়দা নিয়ে তাতে কিছুটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মাখতে শুরু করুন। ময়দা দলা পাকিয়ে গেলে বুঝতে হবে ওই ওই স্যানিটাইজারটি নকল বা এতে অ্যালকোহলের মাত্রা অনেক কম। খাঁটি স্যানিটাইজারের ক্ষেত্রে এমনটা হবে না।

How to Detect fake hand sanitizer

All hand sanitizers that contain high levels of alcohol should be used to avoid corona. According to experts, only hand sanitizers that contain 80 to 95 percent alcohol are able to disinfect our hands in this situation. The market is full of fake hand sanitizers. It has been claimed that more than 70-80 percent alcohol is present in all of them. So how do you know which hand sanitizer is the most effective, safe or ‘authentic’!

1) Try drying with a hair dryer with a little hand sanitizer in a container. The sanitizer is authentic when it dries in a few seconds. If the level of counterfeit or alcohol is low, it will take more time to dry.

2) Pour a few drops of sanitizer on the tissue paper with the pen stain. If the ink of the pen spreads quickly on the tissue paper, it should be understood that the sanitizer is fake or the alcohol level in it is very low. If the ink does not spread on the tissue paper and it dries instantly, it should be understood that it is very effective!

3) In a small bowl, take a little flour and start applying butter with some hand sanitizer. If the flour is lumpy, it should be understood that the sanitizer is fake or the level of alcohol in it is much less. This will not be the case with pure sanitizers.