অভিনয় কমিয়ে দিচ্ছেন দীপিকা !

FacebookTwitterEmailShare

দীপিকা

বিয়ের রেশ কাটতে না কাটতেই বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়–কোন। শোনা যাচ্ছে, অভিনয় ছেড়ে দিতে চাচ্ছেন তিনি। তবে পুরোপুরি অভিনয়কে ‘গুডবাই’ না জানালেও দীপিকা জানান, বিয়ের পর পরিবারকে অনেক বেশি সময় দিতে চাই। সে কারণেই অনেক বেছে ছবি করব। আমি আমার স্বামী-সন্তান নিয়েই বাকিটা জীবন কাটাতে চাই। কাজ কিংবা অভিনয়ের জন্য সংসারে অশান্তি হোক- এমন কোনো কিছু চাই না আমি।’

বিয়ের পর বতর্মানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ভালোই কাটছে দীপিকার সময়। এদিকে বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ‘সিম্বা’র কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর। কিন্তু দীপিকা এখনো ফ্লোরে ফেরেননি।

আমির খানের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল। কাজের ব্যাপারে বহুদূর পযর্ন্ত নাকি কথাও এগিয়েছিল। কিন্তু শেষ পযর্ন্ত ওই ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। যদিও এ বিষয়ে এখনো পযর্ন্ত প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা।