Cover Story Entertainment শহরে নতুন ‘সহকারী পরিচালক’ পরীমনি By abc on May 02, 2019 পরীমনি‘শহরে নতুন সহকারী পরিচালক’ লিখেই ফেসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এই পোস্টে তাঁর সঙ্গে ছবিতে দেখা গেছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি কে। ফারুকীর সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া গেছে, হালের আলোচিত এই নায়িকা তাঁর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন। আজ মঙ্গলবার ঢাকার মিরপুরের কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে তিনি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। ফারুকীর সহকারী পরিচালক হিসেবে কাজ করতে পেরে চিত্রনায়িকা পরীমনি ভীষণ উচ্ছ্বসিত।পরীমনি একটি প্রসাধন সামগ্রীর বিজ্ঞাপনচিত্রের শুটিং করছেন। নিজের শুটিংয়ের বাইরে তিনি পরিচালক ফারুকীর সহকারী হিসেবে কাজ করছেন। শুটিংয়ের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই নায়িকা। প্রথম আলোকে আজ বিকেলে বললেন, ‘শুটিংয়ে এমনিতে সবাই আমার সঙ্গে খুব সুন্দর করে ট্রিট করছে। আর সহকারী পরিচালক হিসেবে খাতির–যত্ন একটু বেশিই পাচ্ছি।’সহকারী পরিচালক হিসেবে কাজ করার পেছনে কারণ কী জানতে চাইলে পরীমনি বলেন, ‘অবশ্যই একটা কারণ আছে। সেটা এখনই বলতে চাচ্ছি না। আমার একটা বিষয়ে খুব ভালো ধারণা দরকার, যে কারণে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া। ধামাকা এই খবর এখনই কাউকে দিতে চাই না। অভিজ্ঞতা নিয়ে রাখলাম আরকি।’ ভবিষ্যতে পরিচালক হিসেবে দেখা যাবে নাকি জানতে চাইলে পরীমনি বলেন, ‘ওরে বাবা রে, এত ধৈর্য আমার নেই। পরিচালক হতে পারব না। তবে আমার কাজের ফাঁকে যে সময়টা পাব তখন ফারুকী ভাইয়ার শুটিংয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করব। শিখব।’সহকারী হিসেবে পরীমনি কেমন করছে জানতে চাইলে বলেন, ‘ভালো ভালো। বেশ ভালোই তো করছে।’‘অবশেষে আমি একটি চাকরি পেয়েছি। এখন থেকে আমি মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক।’ কথাগুলো ফেসবুকে লিখেছেন পরীমনি। আসল ঘটনা কী জানতে চাইলে বলেন, ‘মিরপুরের একটি স্টুডিওতে একসঙ্গে ফারুকী ভাইয়ের পরিচালনায় বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলাম। শুটিংয়ে মজার ছলে ফারুকী ভাই বলেছিলেন, ‘শুটিং শেষে তুমি যাবা না, এখানে বসে সহকারী হিসেবে কাজ করবা।’ এর পরিপ্রেক্ষিতে আমিও বলেছি, ‘ঠিক আছে বস।’ Post Views: 1,140 Related posts: জয়া আহসান হলেন জীবনানন্দের স্ত্রী আনুশকা শর্মা বিরাট কোহলি এই সপ্তাহেই বিয়ের পিঁড়িতে শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’ ভেঙে গেল লাক্স তারকা নাদিয়া মিম এর বিয়ে বচ্চন স্যার ও আমি হিট জুটি : তাপসী পান্নু ঈদের দিন শাকিবের সঙ্গে কথা হয়েছে: বুবলি ক্যান্সারের সঙ্গে লড়াই, জীবন-মৃত্যুর ভেলায় ভেসে চিঠি ইরফানের ‘দহন’ ছবির আলোচিত নায়িকা মম গানে এসেছেন শাফিনের ছেলে আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ নতুন চমক দিতে ২০ কেজি ওজন কমানোর চেষ্টায় আমির খান নার্গিস সব গুজবে জল ঢেলে দিলেন ভোটে জিততে মুসলিম হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা ! অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান পাপেট শো নিয়ে নওশাবা ‘জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে, সে সব আর ফিরে দেখতে চাই না’ সোনম কাপুর-এর ওয়েবে ফ্যাশন রহস্য দুর্ঘটনায় ঝলসে যাওয়া পিয়া বিপাশার মুখ নতুন লুকে হাজির শাহরুখ কন্যা সুহানা ‘ভালো নাটকের সংখ্যা বের করা কিছুটা কষ্টের’ : অহনা