পিরিয়ডের পূর্বের লক্ষণ:
– মেজাজের পরিবর্তন হওয়া ও খিটখিটে হয়ে যাওয়া।
– বমি বমি ভাব।
– স্তন ফুলে যাওয়া।
– অল্পতেই অবসাদ অনুভব করা।
– সাদাস্রাব নিঃসরণ।
– কিছু হালকা ব্যায়াম করতে হবে। যেমন- হাঁটা বা হাত-পা নাড়ানো।
– তলপেটে চাপা ব্যথা।
– মাথা ব্যথা।
– খিদে না পাওয়া।