ফেশিয়ালের পর যত্ন নিন এভাবে- তবেই ত্বক ভাল থাকবে
ত্বক ভাল রাখা, রিল্যাক্সড থাকার জন্য ফেশিয়াল করা প্রয়োজন৷ কিন্তু ফেশিয়াল করলেই শুধু হয় না৷ ফেশিয়ালের প্রভাব যাতে দীর্ঘস্থায়ী হয় তার জন্য যত্নও নিতে হয়৷ জেনে নিন ফেশিয়াল করার পর কী করবেন, কী করবেন না৷
ফেশিয়াল করার পরই কখনও মেক আপ করবেন না৷ কারণ ফেশিয়াল করলে আমাদের রোমকূপ খুলে যায় ও ভিতর থেকে পরিষ্কার হয়৷ এই সময় ত্বকে অক্সিজেন প্রবাহ হতে দিন৷ মেক আপ করে রোমকূপ বন্ধ করবেন না৷
ফেশিয়াল করার পরই চেষ্টা করুন কাজে না বেরোতে৷ বাড়িতে ১ ঘণ্টা ঘুমিয়ে নিন পারলে৷ এতে ফেশিয়ালের প্রভাব খুব ভাল ভাবে বোঝা যাবে৷
ফেশিয়াল করার পর যত রিল্যাক্সড থাকবেন ফেশিয়ালের প্রভাব তত ভাল হবে৷ তাই ফেশিয়াল করার পর চেষ্টা করুন গ্রিন টি বা হানি, লেমন ওয়াটার খান৷
ফেশিয়াল করার পর বেশি ঠান্ডা বা বেশি গরম জলে স্নান করবেন না৷ হালকা গরম জলে স্নান করুন৷ ফেশিয়াল করার পরই ভিড় কোনও জায়গায় যাওয়া এড়িয়ে চলুন৷ দূষণ এড়িয়ে চলুন৷ ফেশিয়াল করার পর এমন কোনও কাজ থেকে বিরত থাকুন যাতে স্ট্রেস হয়৷ নিজের যত্ন নিন৷ নিজেকে খুশি রাখুন৷
https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR0bKejnj4JLF8j7w7rkMLsQulyEQxsaSoOMTr_xhVavGTyvgkhZ64C3z4w