গলায় মাছের কাঁটা বিঁধলে কি করবেন ?
মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধা একটি সাধারণ ঘটনা। কাঁটা বিঁধে থাকলে সারাক্ষণ অস্বস্তি কাজ করে। গলায় কাঁটা বিঁধলে প্রথমেই পানি পান করুন। তারপর এক মুঠো ভাত গিলে খান। এভাবে সাধারণত কাঁটা নেমে যায়। কিন্তু এতেও কাজ না হলে কী করবেন?
ভয় নেই! চলুন, গলায় মাছের কাঁটা জেদ ধরে বসে থাকলে কীভাবে তাড়ানো যায় সেই উপায় খুঁজি।
- এক গ্লাস কুসুম গরম পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
- সহজে কাঁটা নামানোর জন্য কলা খেতে পারেন। কাঁটা বিঁধলে সাথে সাথে কলা খান; দ্রুত নেমে যাবে।
- এক টুকরা লেবুতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে চুষে চুষে রস খেয়ে নিন। কাঁটাটি নরম হয়ে নেমে যাবে।
- ঘরে লেবু নেই? এক গ্লাস পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে পান করুন। গলায় কাঁটা বিঁধলে ভিনেগার মিশ্রিত পানি জাদুর মত কাজ করে।