রোগ নিরাময়ে তামার গ্লাস ব্যবহার করুন
একসময় মানুষ, তামা, মাটির জিনিপত্র বেশি ব্যবহার করতো । তাদের অসুখ বালাই খুব কম হত। সুস্থ শরীর সুস্থমনের মানুষ ছিল। এখন আর তেমনেটি দেখা যায় না। কারণ হচ্ছে, আমাদের অভ্যাসের পরিবর্তন। আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের নিত্য দিনের অভ্যাস বদলে যাচ্ছে।
রোগ : তামার গ্লাসে পানি পান করলে পেটের হজম ক্ষমতার উন্নতি হয়
পূর্ব পুরুষদের ঐতিহ্য ভুলে যাচ্ছি। তাই আমাদের ভিতর অসুখ বাসা বাধছে। এই রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে তামার গ্লাস। কারণ জলের মধ্যে থাকা লক্ষাধিক মাইক্রোঅর্গেনিজম, মোল্ড, ফাঙ্গাস এবং ব্যাক্টেরিয়াদের মেরে ফেলতে তামার কোনো বিকল্প নেই।
ফলে সংক্রমণের আশঙ্কা একবারেই থাক না। সেই সাথে তামার একাধিক গুণাগুণ জলের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলেন রোগ ধারে কাছে ঘেষতে পারে না। তামায় রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-কার্সিনোজেনিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা শরীরের একাদিক উপকার করে। যেমন, ক্যান্সার বিরোধী, শরীরি থেকে টক্সিব উপাদান বের করে দিতেও সাহায্য করে।
তাই প্রতিদিন কম করে হলেও ২-৩ গ্লাস পানি তামার গ্লাসে পান করুন। আয়ুর্বেদ শাস্ত্র মতে প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে তামার গ্লাসে একগ্লাস পানি পান করলে পেটের হজম ক্ষমতার উন্নতি হয়।