বিশ্বকাপ মাতিয়েছেন এমন কীর্তিমান অলরাউন্ডারদের সংখ্যা কম নয়। কিন্তু কপিল দেব-ইয়ান বোথাম থেকে শুরু করে আধুনিক যুগের জ্যাক ক্যালিস, কেউই এই চূড়ায় পৌঁছাতে পারেননি, যেখানে আজ পৌঁছালেন সাকিব। ব্যাট হাতে ৫১ রানের ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান অতিক্রম করেছিলেন। অপেক্ষা ছিল বল হাতে দুটি উইকেটের। নিজের প্রথম ওভারেই রহমত শাহকে ফিরিয়ে অপেক্ষাটা নামিয়ে এনেছিলেন এক উইকেটে। ২৯তম ওভারে গুলবদিনকে ফিরিয়েই পেয়ে গেলেন রেকর্ডটির দেখা।
এর আগে বিশ্বকাপে ৯০০ রান ও ২৫ উইকেটের ‘ডাবল’ ছিল সাকিবসহ মাত্র তিনজন ক্রিকেটারের। বাকি দুজন ছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া। তিনটি বিশ্বকাপে (১৯৮৭, ১৯৯২ ও ১৯৯৯) মোট ৩৩ ম্যাচ খেলে ৯৭৮ রানের সঙ্গে ২৭ উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক ওয়াহ। জয়াসুরিয়া খেলেছেন পাঁচটি (১৯৯২-২০০৭) বিশ্বকাপে ৩৮ ম্যাচ। ১১৬৫ রানে পাশাপাশি বাঁ হাতি স্পিনে পেয়েছেন ২৭ উইকেট।