প্রয়োজনে এরশাদকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে: কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবইে অসুস্থ বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রয়োজনে তাকে দুই/এক দিনের মধ্যে সিঙ্গাপুর হাসপাতালে নেওয়া হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এরশাদের ৯০/৯২ বছর বয়স হয়েছে। তিনি অসুস্থ হতেই পারেন, এখানে হাসাহাসির কিছু নেই। যে কেউ যে কোন সময় অসুস্থ হতে পারে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনবিচ্ছিন্ন দলছুট নেতারা ঐক্যফ্রন্টে যেতেই পারে। নেতায় নেতায় ঐক্য করছে এতে জনগণের কিছু আসে যায় না। নির্বাচনে তেমন কোন প্রভাব পড়বে না।

খালেদা জিয়ার রায়ের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার রায় আদালতের বিষয়, এখনে সরকার ও আওয়ামী লীগের কিছুই করার নেই।
মতবিনিময়কালে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস নিজাম উদ্দিন হাজারী, সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।