অবশেষে বিয়ে করছেন কা়ঞ্চনা

FacebookTwitterEmailShare
সব ঠিকঠাক এগোলে সামনের বছরই বিয়ের পিঁড়িতে বসবেন দীপ-কাঞ্চনা। গত বছর অক্টোবরে দীপ বিয়ের প্রস্তাব দেন তাঁকে।

বেশ ভালই প্রেম করছেন অভিনেত্রী কা়ঞ্চনা মৈত্র। প্রেমিক দীপ ভৌমিকের সঙ্গে সম্পর্কের খবরটা নিজেই জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সব ঠিকঠাক এগোলে সামনের বছরই বিয়ের পিঁড়িতে বসবেন দীপ-কাঞ্চনা। কিছুদিন আগেই আইটি কর্মী দীপ একটি ছবি আপলোড করেন।

সেখানে দেখা যাচ্ছে নিজের হাতে কাঞ্চনার মুখের আকৃতির গোটা একটা ট্যাটুই করিয়ে ফেলেছেন তিনি। প্রেমের এমন বহিঃপ্রকাশ নজর এড়ায়নি নেটিজেনদের। সঙ্গে সঙ্গেই দু’জনের জন্য ভেসে আসে প্রচুর শুভেচ্ছা। প্রেমিকের ব্যাপারে বলতে গিয়ে কাঞ্চনা জানান যে তাঁরা বন্ধু ছিলেন বহুদিন ধরেই।

গত বছর অক্টোবরে দীপ বিয়ের প্রস্তাব দেন তাঁকে। তখনই ‘হ্যাঁ’ বলে দিলেও নাকি নিজের ফিলিংসের ব্যাপারে শিয়োর ছিলেন না কাঞ্চনা! তারপর ধীরে-ধীরে প্রেম যে বেড়েছে সে বিষয়ে আর সন্দেহ নেই। জানালেন, ২০১৯-এর শেষেই চার হাত এক করে ফেলার পরিকল্পনা রয়েছে তাঁদের।