Cover Story Entertainment তোপের মুখে সাফা কবির By abc on Apr 16, 2019 সাফা কবিরতোপের মুখে সাফা কবির একটি রেডিও লাইভে পরকাল বিশ্বাস করেন না বলে তোপের মুখে পড়েছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির । েসামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাইকে নিয়ে নানা মন্তব্য করে।পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না? এমন প্রশ্নের উত্তরে সাফাকবির বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।’এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, ‘একচুয়েলি উনি (মেসেজ দাতা) বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।’ Post Views: 5,588 Related posts: সাফা কবির এর নতুন নাটক ‘রঙ চা’ পথচলা কি ভাবে: সাফা কবির ! ঢাকা লিট ফেস্টে মণীষা ‘মেরে নাম তো’ একদিনে ১৮ মিলিয়ন! গল্প বদলের যে হাওয়া লেগেছে সেটি ইতিবাচক : পূজা চেরি শচীন কন্যা সারা’র বলিউডে অভিষেক হতে চলেছে বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা ঐন্দ্রিলা ‘মি টু’, শেয়ার করলেন জন্মদিনের পার্টিতে কাছাকাছি সালমান-ক্যাটরিনা! যৌনকর্মীদের সঙ্গে মিশে গেলেন শিমু! একমঞ্চে আবারও শাকিব-অপু সিমলার হাতে ৭০ লাখ টাকা তুলে দেন পলাশ! সানি লিওন পেলেন বাংলাদেশি অ্যাওয়ার্ড! ‘এ নিয়ে বেশি কিছু বলা নিষেধ’ : পূজা চেরি পহেলা বৈশাখে সাজের অভ্যাসটা এখনও রয়েছে : পূর্ণিমা ব্যক্তিগত প্রশ্নে রেগে গেলেন দীপিকা , জবাবে চুপ সাংবাদিকরা ‘যৌনতায় ভরপুর’ ছবি নিয়ে যা বললেন ঋতুপর্ণা শহরে নতুন ‘সহকারী পরিচালক’ পরীমনি মঞ্চনাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী : ড. ইনামুল হক 30 best tv series in the ranking সাফা কবির