খবরটি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন আনন্দের, তেমনি ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানের কাছেও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়া আহসান আজ লিখেছেন, ‘ দেবী ইতিহাস গড়বে আমেরিকায়। অঙ্গীকার রইল আমাদের!’
গত ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পায় দেবী। প্রথম সপ্তাহে ২৮টি, দ্বিতীয় সপ্তাহে ৩৫টি এবং তৃতীয় সপ্তাহে ৫০টি সিনেমা হলে সফলভাবে চলছে ‘দেবী’। টানা তিন সপ্তাহ ধরে ঢালিউডের আকাশে চলছে এখন দেবীর সুবাতাস। খুশি দর্শক ও দেবীর কলাকুশলীরাও।
হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এখানে রানু চরিত্রে জয়া আহসান ও মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের অভিনয় করেছেন।
ছবিটি দেশের বাইরে শুধু যুক্তরাষ্ট্র নয়, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রযোজক জয়া আহসান।